ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অবৈধ পলিথিনের ব্যাগে সয়লাব মাগুরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:০১, ৩১ অক্টোবর ২০১৮

মাগুরায় অবাধে বিক্রি ও ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। সস্তা ও সহজলভ্য হওয়ায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে কাঁচাবাজারসহ সব দোকানেই ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন।

পরিবেশ দুষণরোধে পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনাতার পাশাপাশি পাট, কাপড় ও কাগজের ব্যাগের ব্যবহার বৃদ্ধির জন্য প্রচারণার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন সচেতনমহল।

স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগে বাজার সয়লাব। পলিথিন ব্যাগে অধিকাংশ পণ্য-দ্রব্য ভোক্তাদের কাছে তুলে দিচ্ছেন বিক্রেতারা। অন্য পণ্যের সঙ্গে পলিথিন ব্যাগও বিক্রি হচ্ছে অনেক দোকানে।

পলিথিনের ব্যবহার বেড়ে যাওয়ায় একদিকে বাড়ছে জনস্বাস্থ্যে ঝুকি অন্যদিকে দিন দিন ভরাট হচ্ছে ড্রেন নালা-নর্দমা, খাল, ডোবা।

পণ্যটির ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানো দরকার বলেও মনে করেন তারা। অবশ্য দ্রুত পলিথিন বর্জনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোঃ আলি আকবর।

শুধু আশ্বাস নয়, পলিথিন উৎপাদন ও বিপননের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতনরা।

ভিডিও: https://youtu.be/ii2L69w9MqY

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি