ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ৯ আগস্ট ২০২২

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় আল আমিন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিন।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, “আল আমিনের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।”

ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে আরও দুইজন দগ্ধ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ ও শফিকুলের ৮০ শতাংশ। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শনিবার রাতে মারা যায় মাজহারুল ইসলাম, আলম ও নুর হোসেন। রোববার মৃত্যু হয় মিজানের আর মাসুম মিয়া সোমবার রাতে মারা যান।

গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি