ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

আশুগঞ্জে চলন্ত মহানগর এক্সপ্রেস দুই ভাগে বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৮ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন হঠাৎ করেই চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর আশুগঞ্জে প্রবেশের ঠিক আগে ট ও ঠ বগির মাঝের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সামনের অংশটি স্টেশনে প্রবেশ করে, আর পেছনের পাঁচটি বগি বাইরে আটকে পড়ে। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, বিচ্ছিন্ন হওয়া বগিগুলো বর্তমানে আশুগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকায় রাখা হয়েছে এবং পুনরায় সংযোগের কাজ চলছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি