ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

এক ঘন্টা পর আবারও সচল মেট্রোরেল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা।

এর আগে দীর্ঘ সময় ধরে দুপুর ১টা ৩৯ মিনিট চলাচল বন্ধ হওয়ার পর ২টা ৫ মিনিট থেকে লুপ লাইন ব্যবহার করে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। পরে পল্লবী থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়। পরে পুরো পথে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি। এছাড়া ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি