ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুধ-বৃহস্পতি সিটি কলেজ বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামীকাল বুধবার এবং এর পরের দিন বৃহস্পতিবার এই দু’দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

এদিকে, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুপুর থেকে পুরো নিউমার্কেট এলাকা কার্যত ছিল বন্ধ। মাঝে কিছুক্ষণ যানবাহন চলা শুরু হলেও আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাও বন্ধ হয়ে যায়। 

পরে বিকাল চারটার কিছু আগে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এর আগে দুপুরের দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে অবস্থান নেয়। অপরদিকে লাঠিসোটা নিয়ে প্রতিষ্ঠানের গেটের সামনে জড়ো হয় সিটি কলেজের শিক্ষার্থীরা।

থেমে থেমে চলতে থাকে দুই পক্ষের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্স ল্যাব মোড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। বেলা পৌনে তিনটার দিকে কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে পুলিশকে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন তারা। পূর্বশত্রুতার জের ধরে সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত বলে তাদের ভাষ্য।

তারই পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। এরপর থেকেই ছড়াতে থাকে উত্তেজনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি