ঢাকা, শুক্রবার   ১৪ জুন ২০২৪

রাজধানীতে লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৭ আগস্ট ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় ইমরান (৩৪) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া শাহজাহান বলেন, পেট্রোল পাম্পের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান তিনি।

শাহজাহান আরও বলেন, ইমরানের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাই হাট থানায়। তার বাবার নাম মনসুর রহমান। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। তাকে ধাক্কা দেওয়ার পর ঘাতক লেগুনাটির চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফল ব্যবাসায়ী ইমরানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি