ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

কল্যাণপুরে ঢাউসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৬ অক্টোবর ২০১৮

রাজধানীর কল্যাণপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাউসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয়ে উচ্ছেদ অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে কল্যানপুরের নতুনবাজার পোড়াবস্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় অবৈধভাবে স্থাপিত ৩০০টি অস্থায়ী দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। এ অভিযানের ফলে এই এলাকায় সড়ক প্রশস্তকরণ কাজ বেগবান হবে বলে জানায় ঢাউসিক।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে ঢাউসিকের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ঢাউসিক।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি