ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

মিরপুরে মেয়েকে স্কুলে নেওয়ার পথে সড়কে ঝরল মায়ের প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৭:০৬, ২৯ মার্চ ২০২২

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার বোন দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আমার বোন মাটিতে ছিটকে পড়ে।

তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দুই ভাগ্নি সামান্য আঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার স্বামী রফিকুল ইসলাম নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি