ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ফেসবুকে বন্ধুত্বের পর গৃহবধূকে পাচারের চেষ্টা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১২ মে ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্বের পর প্রতারণা করে এক গৃহবধূকে ভারতে পাঠানোর চেষ্টা চালায় মানবপাচার চক্র। এ সময়ে চক্রের দুজনকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে রাজধানীর চকবাজার থানা পুলিশ। 

উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই নারীকে। 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুদের অপহরণ করে মোটা টাকার বিনিময়ে পার্শ্ববর্তীদেশ ভারতে পাচার করে আসছিলো। 

অভিযানের সময় ওই চক্রের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও লেফটেনেন্ট-কর্নেল পদমর্যাদার র‌্যাংক ব্যাজ জব্দ করা হয়। 

পরে রাজধানীর লালবাগ বিভাগের ডিসি জানান, দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে আনা হয়েছে গ্রেফতার ২ জনকে।

লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দিন মোল্লা বলেন, “ফেসবুকে পরিচয়ের পর একবছর ধরে দু’জনের সম্পর্ক, ইমোতে কথাবার্তা হয়। ভাইয়ের বন্ধু সেজে বাসায় আসে। প্রতারক চক্র মানবপাচারের মোটিভ নিয়ে আগাচ্ছিল কিন্তু মেয়েটি হয়তো সেটা বুঝতে পারেনি। একটা ইমোশনাল ব্লাকমেইলে সে পড়ে গিয়েছিল।”

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি