ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মেট্রোরেল স্টেশন থেকে পড়া ইটের আঘাতে পথচারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৩০ মে ২০২২ | আপডেট: ১৪:৫২, ৩০ মে ২০২২

রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশন থেকে পড়া ইটের আঘাতে মারা গেছেন এক ব্যক্তি।

মিরপুর সাড়ে ১১ নম্বরে পল্লবী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল তালুকদার (৪৮) মিরপুর-১০ নম্বর সেকশনের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার একটি জুয়েলার্সের দোকানের কর্মী। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

দশ বছর বয়সী মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২ নম্বর এলাকায় এক বাসায় তার ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন, তাদের গ্রামের বাড়ি বগুড়ায়।

পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার বলেন, “নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়লে পথচারী সোহেল মাথায় আঘাত পেয়ে মারা যান।”

সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।

এএইচএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি