ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

অবৈধ পার্কিংয়ে রাজধানীতে ভয়াবহ যানজট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৩ জুন ২০২২ | আপডেট: ১৩:৩২, ৩ জুন ২০২২

অবৈধ গাড়ি পার্কিং এর কারণে রাজধানীতে ভয়াবহ যানজটে নাভিশ্বাস নগরবাসীর। প্রাণপণ চেষ্টা করেও সমাধান পাচ্ছে না ট্রাফিক বিভাগ। তবে যানজট থেকে মুক্তি দিতে মুক্তি দিতে পথ খুজছেন দুই সিটি মেয়র। তৈরি হচ্ছে নীতিমালা। 

যানজট। ঢাকাবাসীর প্রতিদিনের সঙ্গী। ট্রাফিক পুলিশের সব চেষ্টা ব্যর্থ করে সম্প্রতি যানজটে নাকাল রাজধানীর মানুষ।

এই যানজটের অন্যতম একটি কারণ অবৈধ পার্কিং। নগরীর যেখানে সেখানে যত্রতত্র গাড়ি পার্কিং করা থাকে। বৈধ পার্কিং না থাকায় এমন দশা বলছেন চালকরা।

একজন চালক বলেন, "এখানে আশেপাশে কোনো বৈধ পার্কিং নাই তাই বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখি।"

এক পথচারী বলেন, "রাস্তার অর্ধেকই পাকিং এ চলে যায় , তাই জ্যাম হয়ে যায়।"

জনসংখ্যা, যানবহন, দালানকোঠা বাড়লোও শহরের জায়গা বাড়েনি এক ইঞ্চিও। উল্টো মানুষের হাটার জায়গা দখল করে গড়ে তোলা হয় অবৈধ পার্কিংও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান জানান, এসব অবৈধ পার্কিং এর কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

বলেন, "রং সাইডে পার্কিং হলে ট্রাফিক জ্যাম আরও বিলম্বিত হয়, আর সেই যানজট সহজে নিরসন করাও যায় না।"

পাকিং না থাকা শপিংমলগুলো বন্ধ করার কথা বলছেন এই নগর পরিকল্পনাবিদ।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, "অবৈধ বিপণি বিতাণ অথবা দোকানপাট করার কার্যক্রম বন্ধ করতে হবে।" 

সড়কে পার্কিং-এর নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "আমরা যখনই যেই রাস্তা সংস্কার করছি তখনই সেখানে রাস্তার এলাইনমেন্ট ঠিক করে দিচ্ছি, যেখানে দুই সারি দরকার সেখানে দুই সারি এবং যেখানে চার সারি দরকার সেখানে চার সারি করা হচ্ছে।" 

আর উত্তর সিটির মেয়র বলছেন, স্থায়ী পাকিং এর জন্য প্রায় ১৬শ জায়গা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, "সবার হিসাব কলে তো পার্কিং এর জায়গা নেই, তাই বাধ্য হয়ে অবৈধ পার্কিং করেন চালকরা। সে সমস্যা চিন্তা করেই বিষয়টি শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে।" 

 মেয়ররা যতই আশ্বাস দিক নগরবাসী চান দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি।
 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি