ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গার্ডার চাপায় নিহতের ঘটনায় ক্রেন চালকসহ ৯ জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৮ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ সদস্য নিহতের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ক্রেন চালক, চালকের সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ মোট ৯ জন। তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৭ আগস্ট) রাতে র‌্যাবের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার  প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ৫ জন নিহত হন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি