ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

শীত পোশাকের বাজার জমে ওঠার অপেক্ষায় ব্যবসায়ীরা (ভিডিও)

শিউলি শবনম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১১ ডিসেম্বর ২০২২

রাজধানীতে শীতের তীব্রতা নেই। জমে উঠেনি শীত-কাপড়ের বাজার। তবে এরইমধ্যে বর্ণিল পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ফুটপাত থেকে বিভিন্ন শপিং মলে শুরু হয়েছে বেচাকেনা। তবে বিশ্ববাজারে ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি না খোলাসহ বিভিন্ন সংকটে পোশাকের দাম গতবারের চেয়ে বেশি। অন্যদিকে শীত কম পড়ায় প্রত্যাশা মতো বিক্রি হচ্ছে না বলে বলছেন ব্যবসায়ীরা। 

ঋতুবৈচিত্র্যের ধারায় দেশের বিভিন্ন স্থানে এরইমধ্যে বইতে শুরু করেছে শীতের হিমশীতল বাতাস। 

কিন্তু রাজধানীতে এখনও কঙ্খিত শীতের দেখা নেই। শীত না এলেও ব্যবসায়ীরা শীতের পোশাক বিক্রির প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশ আগে থেকেই। পল্টন, গুলিস্তান, বঙ্গবাজার, ফার্মগেটসহ বিভিন্ন স্থানের দোকানগুলো শীত-কাপড়ে ঠাসা। বিপুল পুঁজি বিনিয়োগ করে উন্নতমানের জ্যাকেট, ব্লেজার, কার্ডিগান, কম্বল, শিশু-পোশাকসহ বিভিন্ন পণ্য সাজিয়ে বিক্রির আশায় অপেক্ষায় বিক্রেতারা।

তারা জানান, সকাল থেকে এ পর্যন্ত মাল বিক্রি করেছি তিন পিস। ঠান্ডা শুরু হলে আমাদের শীতের পোশাকগুলোর বিক্রি বাড়বে। 

রাজধানীতে শীতের তীব্রতা কম থাকায় হালকা পোশাকের দিকে ঝোঁক বেশি সাধারণ মানুষের। বিশেষ করে ভারি কম্বল কিংবা লেপ-তোষকের পরিবর্তে বিদেশ থেকে আমদানি করা হালকা কম্বলই পছন্দ বেশিরভাগ ক্রেতার। ফুটপাতগুলো তাই সয়লাব এমন রঙিন কম্বলে। 

এক ক্রেতা বললেন, দুটি কম্বল কিনলাম ২২শ’ টাকায়।

শপিংমলগুলো সাজিয়ে রাখা হয়েছে নামীদামী ব্র্যান্ডের শীত পোশাকে। সেখান থেকে পাইকারিতে শীত পোশাক কিনছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলেন, ১১-১২শ’ টাকায় হোল সেল বিক্রি করি। তারা এগুলো নিয়ে ১-২শ’ টাকা লাভে বিক্রি করেন।

তবে এখনো শীত না পড়ায় বিক্রি জমে উঠেনি। ডিসেম্বরের মাঝামাঝি থেকে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

ক্রেতাদের অভিযোগ, পছন্দের শীত কাপড়ের দাম গতবারের চেয়ে বেশ চড়া। 

বিক্রেতারা জানান, ডলারের দামবৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে পণ্য কম আসায় এবার শীত-পোশাকের দাম বেশি। 

ক্রেতারা জানান, যেটা আগে ৬-৭শ’ টাকায় পাওয়া যেতো সেটা এখন ১২-১৩শ’ টাকা দাম চাচ্ছে।

ফুটপাতগুলোতে শীতের পোশাকের দাম খুব বেশি বাড়েনি; কিছু বেচাকেনাও হচ্ছে। বিপরীতে অনেকটাই ফাঁকা বিপনী বিতানগুলো।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি