ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ধুলোয় আবৃত রাজধানী ঢাকা (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৬ ডিসেম্বর ২০২২

ধুলোয় আবৃত রাজধানী ঢাকা। প্রায় ৮০ শতাংশ মানুষ ভুগছেন চোখের অসুখে। বিশেষজ্ঞরা বলছেন, ধুলোর দূষণ দীর্ঘস্থায়ী হলে স্বাস্থঝুঁকি আরও বাড়বে। 

বেশ কিছুদিন ধরেই রাজধানী ঢাকার বায়ু দূষণ সর্বোচ্চ পর্যায়ে। 

রাজধানীবাসীরা জানান, হাঁটতে গেলে বালু, চোখে বালু, মাথায় বালু, শরীরে বালু। শুধু বালু আর বালু। পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছিল এখন সেটিও বন্ধ করে দিয়েছি।”

দিল্লীকে ছাড়িয়ে মেগাসিটি ঢাকার দূষণ এখন শীর্ষে। 

ঘরের বাইরে বেরুলেই ধুলোবালিতে নাকাল নগরবাসী। প্রত্যেকটি মহল্লার প্রায় একই চিত্র। ধুলোর স্তর জমে রঙ বদলে গেছে গাছের পাতার। ভবনগুলোর ছাদও ভরপুর ধুলোবালুতে। সবমিলে মুক্ত নিঃশ্বাস নেয়ার অবস্থা নেই নগরবাসীর।    

নগরবাসীরা জানান, চোখের সমস্যা হচ্ছে, চোখ জ্বলছে। পাথর ভাঙ্গা, ইট ভাঙ্গা পর্যাপ্তভাবে পড়ে আছে যত্রতত্র।

বায়ুদূষণ কমাতে বিভিন্ন সময়ে পদক্ষেপের কথা বলা হলেও তা কোনো কাজেই আসেনি। বরং দিনে দিনে দূষণ মাত্রা ছাড়িয়েছে। নগরবাসী বলছেন, বিভিন্ন বয়সের মানুষেরা ভুগছেন চোখের সমস্যায়। 

চোখ সমস্যার এক রোগী বলেন, শুধু আমি নয়, সমস্ত মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

বিশেষজ্ঞ চিকিৎকদের অভিমত, গেল ক’বছরে চোখের অসুখের রোগী বেড়েছে। সচেতন না হলে অদূর ভবিষ্যতে অনেকেই অন্ধ হতে পারেন। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাহীদুল আহসান মেনন বলেন, “চোখের সমস্যাটা এখন খুব বেড়েছে। ইদানিং দেখা যাচ্ছে চোখ খচখচ করে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পাড়ি পড়ে এই সমস্যা নিয়ে রোগী বেশি আসছে। চুলকানির কারণে করনিয়া থিনিং হয়ে যায়। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল। তাই বাসায় যাওয়ার পরপরই যাতে আমরা পরিস্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলি।”

ভূক্তভোগীদের অভিযোগ, চোখের এলার্জির পাশাপাশি শ্বাসকষ্টেও ভুগছেন বহু মানুষ।

গেল ক’বছর ধরে রাজধানী ঢাকার পরিণত হয়েছে ধুলোর শহরে। যে কারণে এখানকার অধিকাংশ মানুষই এখন আক্রান্ত চোখের রোগে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি