ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, গৃহশিক্ষক সাইদুল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১১ মে ২০২৩

Ekushey Television Ltd.

গাজিপুরের শালনায় বাসায় ঢুকে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং মা ও বোনসহ ৩ জনকে মারাত্মকভাবে জখমের ঘটনার আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, টাঙ্গাইলের ভুয়া থেকে অভিযান চালিয়ে আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাইদুলের দাবি, প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড। পরিবারের কেউ মেনে না নেওয়া এবং পারিবারিকভাবে বিয়ে করতে ছাত্রীকে রাজি করাতে না পারায় ক্ষিপ্ত হন তিনি।

র‍্যাব কর্মকর্তা বলেন, ভুক্তভোগী ছাত্রী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জানতে পারে সাইদুল। বিষয়টি সে কোনোভাবেই মেনে নিতে না পেরে ভিকটিম ও তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৭ মে বিকেলে স্থানীয় বাজারে কামারের দোকানে ৬৫০ টাকা দিয়ে গরু জবাই করার একটি ছুরি তৈরি করতে দেয় সাইদুল। পরদিন ৮ মে সন্ধ্যায় ছুরি সংগ্রহ করে ভিকটিমের বাসায় গিয়ে সরাসরি তার রুমে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে মাথায়, গলায়, হাতে এবং পায়ে আঘাত করে। এসময়ে ভিকটিমের মা ও বোন এগিয়ে আসলে তাদেরকে জখম করে পালিয়ে যায় সাইদুল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি