ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

রাজধানীতে জাল নোটসহ দু’জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২২ জুন ২০২৩

রাজধানীর মুগদা এলাকা থেকে জাল টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা মোঃ স্বপন মিয়া (৩২) ও তার প্রধান সহযোগী মোঃ সামিউল ইসলাম (২৬)।

র‌্যাব-১০ এর এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব বাসসকে এসব তথ্য জানান। 
এনায়েত কবির সোয়েব জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বুধবার রাজধানীর মুগদা থানার  দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি জানান,  তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি ও ২শ’ টাকা সমমূল্যের ২শ’টি জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে স্বপন মিয়া চলতি বছরে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দু’বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন এবং জমিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে যুক্ত হন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি