ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাপাতি ফাহিম গ্রেফতার, অস্ত্র উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ প্রকাশ চাপাতি ফাহিমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি  চাপাতি ও একটি রিভালবার উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে ছুরিকাঘাত করে ফাহিম। 

তার ছুরিকাঘাতে পুলিশ সদস্য এসআই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

গ্রেফতার ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতো। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই তাকে চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়। 

সব সময় হাতে চাপাতি নিয়ে ঘুরে বলে তাকে চাপাতি ফাহিম নামেই ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয় সে। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পায়। ছাড়া পেয়েই আবারও চাঁদাবাজি শুরু করে সে। 

কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট এন্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করে। কিন্তু প্রতিবারই তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। শুক্রবার সকালে আবারও ওই দোকানে যায় ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানদারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২৫০০ টাকা নিয়ে যায় সে। 

এই ঘটনার পর ওইদিন সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে থেকে একটি রিভালবার ও চাপাতি উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতার ফাহিমের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি