ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতকল্পে কাজ করছে সরকার: ডা. দিপু মনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ২ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

দেশের প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা ও এনডিডি শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। শতভাগ ডিজিটাল হওয়ায় দেশে প্রচলিত গণমাধ্যমের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের ওপেন সোর্সের মাধ্যমে অটিজমসহ স্নায়ুবিক অন্য ডিজঅর্ডার সম্পর্কে জ্ঞান অর্জনও সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জানানো হয়,  দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা ৩৩ লাখ ৩৭ হাজার ৪২ জন, যার মধ্যে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন  ৮৬ হাজার ১৪২ জন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি