বাসচাপায় ২ পোশাক শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ১৮:১৪, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:১৬, ১ জানুয়ারি ২০১৯
				
					
রাজধানী মালীবাগে যাত্রীবাহী বাসচাপায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাহিদ পারভিন পলি (২০) ও মিম আক্তার (১৪)। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে এই ঘটনা ঘটে। বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা জোনের ট্রাফিক সার্জেন্ট শুভ কুমার দে। এঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেখেছেন। এসময় তারা বেশ বাস ভাঙচুরও করেন।
ট্রাফিক সার্জেন্ট জানান, দুপুরে মালিবাগ আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস পোশাক শ্রমিক মিম ও পলিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান মিম। গুরুতর আহত অবস্থায় পলিকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালককে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে আশপাশের গার্মেন্টগুলো থেকে বেরিয়ে আসেন পোশাক শ্রমিকরা। এসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা মালিবাগ ও চৌধুরীপাড়া এলাকায় শতাধিক বাস ভাঙচুর করেছেন। তারা আবুল হোটেলের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেন। তবে, পরবর্তী সময়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর চলছিল। তাদের বিক্ষোভের কারণে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। রামপুরা ব্রিজ থেকে মৌচাক পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙচুর হওয়া বাসগুলো পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফজলুল করিম  বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
টিআর/
 
 
আরও পড়ুন
				        
				    









