ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাফরুলে স্ত্রী-পুত্রসহ ব্যবসায়ীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী মিরপুরের কাফরুলে এক ব্যবসায়ীর স্ত্রী সন্তানসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মহানগর পুলিশ (ডিএমপি) লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরের বাসা থেকে বায়েজিদ, স্ত্রী অঞ্জনা ও তাদের ছেলের লাশ উদ্ধার করা হয়। 

ডিএমপির মিরপুর জোনের সহকারি কমিশনার খায়রুল আমীন খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সেখানে খাটের উপর দুইটি লাশ ও বায়েজিদের গলায় ফাঁস দেখতে পান। 

তিনি বলেন, আত্বীয়স্বজন তাদের ফোনে না পেয়ে থানায় ফোন করলে আমরা এসে দরজা বন্ধ পাই। মিরপুর ১৩ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ১০/১ নম্বর বাড়ির তিন তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

খায়রুল আমীন বলেন, আমরা ধারণা করছি হতাশা থেকে তারা আত্মহত্যা করেছে। বায়েজিদ ব্যবসা করতেন। কিন্তু নানা কারণে ব্যবসায় লস হচ্ছিল। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা দেয়। ফলে খাবারের মধ্যে কিছু মিশিয়ে  স্ত্রী ও সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি