ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে সোয়া ১৮ লাখ আক্রান্তে সুস্থ ৬ লাখ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১ জুন ২০২০ | আপডেট: ০৮:৪৯, ১ জুন ২০২০

প্রাণঘাতি করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে, সংক্রমণের হার আগের মতোই। যদিও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনাই বেশি। 

দেশটিতে প্রতিদিন গড়ে ২০ হাজারের বেশি মানুষের দেহে চিহ্নিত হচ্ছে ভাইরাসটি। এতে করে বাড়ছে স্বজন হারাদের মিছিল। যার সংখ্যা ১ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। যা করোনায় কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু। সংক্রমণ ছড়িয়েছে সোয়া ১৮ লাখের বেশি মানুষের দেহে। যদিও সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন ৮৮ শতাংশ মানুষ। যার সংখ্যা দাঁড়ায় প্রায় ৬ লাখ। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনায় ভয়াবহ সংকটে পড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছে আরও ৬৩৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬ হাজার ১৯৫ জনে ঠেকেছে। নতুন করে শিকার হয়েছেন ২০ হাজার ৩৪৫ জন আমেরিকান। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৩৭ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় ৫ লাখ ৯৯ হাজার ৮৬৭ জন। 

এর মধ্যে শুধু নিউইয়র্কেই প্রাণহানি ৩০ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ৩ লাখ প্রায় ৮০ হাজার। দ্বিতীয়  স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ প্রায় ৬১ হাজার ৭৬৪ জন মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ১১ হাজার ৭১১ জনের। 

ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ২০ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ৫ হাজার ৩৯০ জনে ঠেকেছে। ক্যালিফোর্নিয়ায় ১ লাখ সাড়ে ১২ হাজার আক্রান্তে প্রাণ গেছে ৪ হাজার ২৪০ জনের।

সংক্রমণ লাখের কোটায় ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ৬ হাজার ৮৪৬ জন। করোনা পৌনে এক লাখ মানুষের দেহে ছড়িয়েছে পেনসিলভেনিয়ায়। মৃত্যু হয়েছে সেখানে সাড়ে ৫ হাজারেরও বেশি জনের।  

এমন অবস্থায় ভয়াবহ বিপর্যয়ে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে লকডাউন তুলে নেয়ার চিন্তা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ জন্য সব অঙ্গরাজ্যগুলোর গর্ভনরকে চাপ দিয়ে আসছেন তিনি। 

গত সপ্তাহেই করোনাঘাতে যুক্তরাষ্ট্রের পরই টালমাটাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এদিকে, চলমান করোনা সংকটাবস্থায়ও আসন্ন জি-সেভেন সম্মেলন আয়োজনের চিন্তা করছেন ট্রাম্প। তবে, তাতে সায় দিচ্ছেন না অনেকে। এমনকি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি সম্মেলনে অংশ নিতে পারবেন না। যদিও পরে তা স্থগিত করা হয়। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি