ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১২ জুন ২০২০ | আপডেট: ১৯:৫৬, ১২ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার মুক্তিযু্দ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহিল মারুফ একুশে টেলিভিশনকে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার তাদের স্যাম্পল নেওয়া হয়। টেস্ট করার পর শুক্রবার (১২ জুন) বিকেলে তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল জানানো হয়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি