ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

করোনায় মারা গেলেন চক্ষু বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা ফজলুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৩ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. এ কে এম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাবলিক সার্ভিসে সফল কর্মজীবন শেষে শিকদার মেডিকেল কলেজে শিক্ষকতায় যুক্ত হন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানজিলা রহমান। গত ১০ জুন সকাল সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিকদারের চতুর্থ ব্যাচের এ শিক্ষার্থী।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত ত্রিশজনের মতো চিকিৎসক করোনায় মারা গেলেন। আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি