ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

করোনার থাবায় আরও ১৩শ’ প্রাণ ঝরল ব্রাজিলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

টিকা প্রয়োগের মাঝেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে উদ্বেগজনকহারে বেড়েই চলেছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে অব্যাহত রয়েছে ঊর্ধ্বমুখী প্রাণহানি। গত একদিনেও প্রাণ ঝরেছে ১৩শ’র বেশি মানুষের। তবে বিপরীতচিত্র সুস্থতায়। সংক্রমণের তুলনায় যা অনেক পিছিয়ে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৯০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩২৭ জন।  ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৯৩ লাখ ৫৫ হাজার ৯৭৪ জন রোগী। এর মধ্যে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩২ হাজার ২৭৮ জন।

গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। 

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে। 

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে। 

এর মধ্যে কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ২২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৫১৮ জনের। 

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ২০ লাখ ৯৯ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৮৮৭ জন মানুষের। 

পেরুতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৬ হাজারের অধিক। যেখানে মৃতের সংখ্যা ৪৬ হাজার ৯৪ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৮ লাখ ১৭ হাজার। এখন পর্যন্ত ২০ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি