ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অষ্ট্রেলিয়ায় নতুন করে করোনা আতঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার নতুন করে এক হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহামারিকালে দেশটিতে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। 

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের ঘোষণায় বলা হয়, গত ২৪ ঘন্টায় কোভিড -১৯ এ এক হাজার ২৯ জন আক্রান্ত হয়েছে। 

সিডনিসহ নিউ সাউথ ওয়েলস-এ মধ্য জুনে নতুন করে ডেল্টা ধরনের সংক্রমণ শুরুর পর মোট সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। 

এদিকে সংক্রমণ বাড়া সত্ত্বেও রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান মধ্য সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছেন। টিকা নেয়ার জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে বলে তিনি জানান।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০  লাখ লোকের মধ্যে ৬০ লাখ লোককে টিকার আওতায় নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

দেশটির ভিক্টোরিয়া রাজ্যে বৃহস্পতিবার নতুন করে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। 

উল্লেখ্য, আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে অর্ধেকেরও বেশি লোক গত দু’মাসেরও বেশি সময় ধরে লকডাউনের আওতায় রয়েছে। 

মহামারি শুরুর পর এ পর্যন্ত অষ্ট্রেলিয়ায় প্রায় ৪৮ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় এক হাজার লোক।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি