ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

কাতারে করোনায় কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৯, ২৯ মার্চ ২০২০ | আপডেট: ০২:৩৯, ২৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে শনিবার এই প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স ৫৭ বছর। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানায়, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মৃত বাংলাদেশির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, ওই বাংলাদেশি ৩৫ বছর ধরে কাতারে থাকেন। সর্বশেষ গত ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে কাতারে পৌঁছান। তাঁর চার ছেলেমেয়ে আছেন।

কাতারে আজ শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি