ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১২:১৪, ৬ অক্টোবর ২০২০

ঝালকাঠির নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়ড়াবাদ নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই পটুয়াখালীর বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে গলাচিপা উপজেলার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো. নিজাম, কলাপাড়া উপজেলার স্বপন খান, রাঙাবালি উপজেলার লিটন হাওলাদার, জেলা সদর উপজেলার আ. লতিফ ও বাউফল উপজেলার উলানিয়ার সাইদুল প্যাদা। 

জানা গেছে, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ সদস্য রাত সাড়ে ৮টার দিকে একটি মাছ ধরা ট্রলারে ৪টি গরু ও ৩টি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে ঘাট দেয়। এ সময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও চোর চক্রের ৭ জনকে আটক করা হয়। 

খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু ও মহিষসহ ওই ৭ চোরকে গ্রেফতার এবং ট্রলারটি জব্দ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জানান, ‘এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি