ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

সাভার প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৬, ১৮ নভেম্বর ২০২০

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছে একটি কারখানার পোশাক শ্রমিকরা। এ সময় তারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

আজ বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন ডিইপিজেড কারখানার এ ওয়ান নামের পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, ‘গত এপ্রিল মাসে মালিকপক্ষ হঠাৎ কারখানাটি বন্ধ করে দেয়। বকেয়া রয়ে যায় ১১শ’ শ্রমিকের বেতন-ভাতা। পরে মালিক পক্ষ তা পরিশোধ না করে বারবার পরিশোধের আশ্বাস দিয়ে আসছে। পাওনা টাকার জন্য শ্রমিকরা বারবার মালিকপক্ষকে জানালেও তারা কর্ণপাত করছেন না।’ 

উল্টো দাবি আদায়ে কারখানার সামনে গেলে পুলিশ দিয়ে পেটানো হয় বলেও অভিযোগ করেন তারা। 
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি