ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

দিনাজপুরে চালের বাজার উর্ধ্বমুখী [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎই উর্ধ্বমুখী হয়ে উঠেছে দিনাজপুরে চালের বাজার। সব ধরনের চালের দাম বস্তাপ্রতি বেড়েছে অন্তত ১০০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। এজন্য মোকামগুলোতে ধানের মূল্য বৃদ্ধি এবং ভারত থেকে আমদানি করা চালের দাম বেড়ে যাওয়াকে দায়ি করছেন ব্যবসায়ীরা।

দিনাজপুরে চালের বাজারগুলোতে বিআর আঠাশ চালের কেজি এখন ৫০ থেকে ৫২ টাকা। ১৫ দিন আগেও এই চাল বিক্রি হয়েছে ৪৭ টাকা কেজি দরে।
একইভাবে ৫৫ টাকা কেজির মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। এছাড়া, ভারত থেকে আমদানি করা ৪২ টাকার স্বর্ণা ৪৪ টাকা, ৩৮ টাকার গুটি স্বর্ণা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
স্থানীয় চাল ব্যবসায়ীরা বাড়তি মূল্যের কারণ হিসেবে ভারতে চালের দর বৃদ্ধিকে দায়ি করছেন।

পাশাপাশি আমন মৌসুমের শেষ সময়ে কৃষক পর্যায়ে ধানের দাম কিছুটা বেশি হওয়ায়, চালের দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন চাল-কল মালিকরা। চালের দামের লাগাম টানতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি