ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

সাগরতলে আজব মুন্ডুহীন মুরগি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পৃথিবীতে কত আজব ঘটনাই ঘটে। তবে এবার অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের ক্যামেরায় সাগরের নিচে ধরা পড়লো আজব এক প্রাণীর। এটি দেখতে মুন্ডুহীন মুগরির মতো। যা দেখে মনে হচ্ছে মুন্ডুহীন এক দানব মুরগি। অদ্ভুত এ প্রাণীটির নাম দিয়েছেন বিজ্ঞানীরা ডিপ সি কিউকাম্বার। অর্থাৎ সামুদ্রিক শসা।

সম্প্রতি এই প্রাণিটিকে দক্ষিণ মহাসাগরে এ্যান্টার্কটিকার উপকুলে দেখা গেছে। এতে অনেকটাই বিস্মিত বিজ্ঞানীরা। কেননা প্রাণিটি শুধু মেক্সিকো উপসাগরের গভীরেই অভিযোজিত ছিল।

এ্যান্টার্কটিকার এমন শীতল সমুদ্রে এদের দেখা পেয়ে গবেষণায় নেমেছেন সমুদ্র বিজ্ঞানীরা। পূর্ব এ্যান্টার্কটিকা সংলগ্ন দক্ষিণ মহাসাগরে প্রথম এদের অস্তিত্ব ধরা পড়ে। তারা তাদের ক্যামেরায় তোলা ভিডিওগুলো বিশ্লেষণ করে সমুদ্রের পরিবেশ সংরক্ষণের কাজে গবেষণা করছেন।

প্রসঙ্গত, সামুদ্রিক শসা বা মুন্ডুহীন মুরগি দানব হলোথুরয়ডি (Holothuroidea) শ্রেণিভুক্ত একপ্রকার সামুদ্রিক একাইনোডার্ম। অন্যান্য সব একানোডার্মের মতো এদেরও রয়েছে অন্তকঙ্কাল। কঙ্কালটি ঠিক তাদের ত্বকের নিচেই অবস্থিত।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি