ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

শেষ চার মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মন্ত্রণালয়ের শেষ চার মাস কোনো কাজ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য  উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’  শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমি ইয়জ্যুয়ালি বাসা থেকে বের হই না শহিদ ওসমান হাদির শাহাদাতের পরে। কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন আপনার সঙ্গে সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কনসার্ন আছে কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘অল্প কিছু লোকের সুবিধার জন্য গণঅভ্যুত্থান হয়নি। সবার পরিবর্তনের জন্য হয়েছে। সেজন্য সংস্কার দরকার। বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয়, দেশেই দালালরা সম্পদ গড়েছে, মিডিয়া চালাচ্ছে, সে সবের কোনো পরিবর্তন হয়নি। রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না।’
 
তিনি অভিযোগ করে বলেন, শেষ চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

সম্পদের পুনর্বণ্টনের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম আরও বলেন, ‘যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয়, তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে। রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস। সম্পদের পুনর্বণ্টন জরুরি, জমির বণ্টন নিয়ে কোনো কাজ করা হয়নি।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি