ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইক রেসে আহত শাহরুখ কন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মা গৌরীর সঙ্গে মিলে বাবার জন্মদিনের পার্টি সেলিব্রেশন প্ল্যান বানিয়েছিল কিং খানের কন্যা সুহানা। পার্টির দিন সব কিছু দেখভালের জন্য শাহরুখের আগেই আলিবাগের বাংলোতে পৌঁছেছিল গৌরী-সুহানা। পরে সেখানে বাদশার বার্থ ডে সেলিব্রেট করতে পৌঁছায় পুরো বলিউড।

সুজান থান, শ্বেতা বচ্চন, মাহিপ কাপুর, সীমা কাপুর থেকে শুরু করে সেখানে আমন্ত্রিত ছিলেন গৌরীর ঘনিষ্ঠ বন্ধুরাও। উপস্থিত ছিল অন্যন্যা পান্ডে, সানায়া কাপুর সহ সুহানার বন্ধু-বান্ধবরা। পার্টিতে অংশ নেয় কিং খানের বড় ছেলে আরিয়ানও।

খাওয়া দাওয়ার পাশাপাশি পার্টির দিন তিনটি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন শাহরুখ সহ বেশ কয়েকজন। আর সেখানেই ঘটে বিপত্তি। তিনটি বাইকের একটিতে শাহরুখের পিছনে বসেছিলেন দীপিকা, অন্যটি সিদ্ধার্থের সঙ্গে ছিলেন আলিয়া, আর আরেকটিতে ভাই আরিয়ানের সঙ্গে ছিল সুহানা।

রেসের সময় আরিয়ানের বাইক ব্যালেন্স হারালে পড়ে যায় সুহানা। এ সময় পায়ে চোট লাগে তার। তড়িঘড়ি করে শাহরুখ অবশ্য বরফ আনিয়ে সুহানার পায়ে ঘষে দেন। তবে চোট লাগলেও সুহানার পা ভাঙেনি।

 

সূত্র : মিড-ডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি