ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিকিনি পড়তে রাজি হয়েছেন সোনাক্ষি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ পর্যন্ত তিনি যতোগুলো সিনেমাতে অভিনয় করেছেন তার কোনটিতেই খুব বেশি খোলামেলা রুপে দেখা যায়নি তাকে। এমনকি বিকিনি পড়েও ক্যামেরাবন্দি হননি এ তারকা।

যেখানে বলিউডের প্রায় সব নায়িকাই কোন না কোন সিনেমাতে বিকিনি পড়েছেন, সেখানে সোনাক্ষির বিকিনি না পড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনাও কম হয়নি। পরিচালকরা বেশ কয়েকবার চাইলেও সোনক্ষির বক্তব্য ছিলো ‘না’। তবে এবার পর্দায় বিকিনি পড়তে রাজী হয়েছেন কাঙ্ক্ষিত এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিলো আপনি কি বিকিনি পড়তে ভয় পান?

এ সময় সোনাক্ষি উত্তরে বলেন, ‘মিথ্যা বলবো না। এতদিন পেয়েছি। কারণ বিকিনির জন্য আমি আমার ফিগারকে উপযুক্ত মনে করিনি। তবে আগের সেই সোনাক্ষি এখন আর নেই। সিদ্ধান্ত বদল করেছি। এখন আমি শারীরিকভাবে আগের চেয়ে অনেক বেশি ফিট। বলতে পারেন এই সাহসি কাজটির জন্য এখন আমি উপযুক্ত। যে কোন সময় দর্শক আমাকে বিকিনি পড়ে ক্যামেরাবন্দি হতে দেখবেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি