ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্র সৈকতে বিপাশা-মালাইকার ছবি ভাইরাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সমুদ্র সৈকতে সম্প্রতি ছুটি উদযাপনে দেখা যায় বলিউডের জনপ্রিয় তারকা বিপাশা বসু এবং মালাইকা আরোরাকে। নিজের ইন্সট্রাগ্রামে সৈকতের সেসব মুহুর্তের ছবি শেয়ার করেন মালাইকা ও বিপাশা।

ছুটি উদযাপনে এসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠজনেরাও ছিলেন। বিপাশা বসুর স্বামী কারানও ছিল তাদের সাথে। খুবই আন্তরিক আনন্দঘন পরিবেশে তাদের সময় উপভোগ করতে দেখা যায়। সমুদ্রের কোলে সাঁঝ লগ্নে সুইম স্যুটে তোলা সেসব ছবির থেকে চোখ সরানো দায়!

বিপাসা বসুকে দেখা যায় বিকিনি পরে সুইমিং পুলে সাতার কাটতে। পানির ওপর বেলুন নিয়ে ভাসমান একটি ছবিও শেয়ার করেন তিনি। এছাড়াও স্বামী কারানের সঙ্গে আন্তরিক মুহুর্তের ছবিও দেখা যায়।

আবেদনময়ী আইটেম কন্যা মালাইকা আরোরাকে দেখা যায় কালো বিকিনি পরিহিত একটি ছবিতে। অন্য আরেকটি ছবিতে হোটেলের ঝুল বারান্দায় সাদা সামার পোশাকেও ছবি তোলেন ‘মুন্নি বদনাম হুয়ী’ গানের আইটেম কন্যা।   

তবে ছবিগুলো কোন সাগরের সৈকতে তোলা হয়েছে সে ব্যাপারে কোন তথ্য দেয়া হয়নি।

ছবিগুলো ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি