ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হিনার রগরগে ছবি পর্ণ সাইটে পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বহুদিন পূর্বে পর্ণসাইটে শিল্পা সিন্ধের এমএমএস ফাঁস হয়েছিল। এবার কিছুদিন আগে, পুরনো সেই কাসুন্দি ঘেঁটে শিল্পা ওই পর্ণসাইটে ভিডিওটির লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। জানান মেয়েটি নাকি তিনি নন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আবার ঝড় ওঠে। অভিনেত্রীর বিগবস প্রতিদ্বন্দী হিনার বয়ফ্রেন্ড সেই পোস্টে মন্তব্য করে বসেন। আর এ নিয়ে বেশ গরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

টিনসেল ছেড়ে এই লড়াই ছড়িয়েছে ফ্যানদের মধ্যেও। শিল্পার এক অনুরাগী হিনার ছবি পোস্ট করে দিয়েছে পর্ণসাইটে। যা নিয়ে জল গড়িয়েছে অনেকদূর। যদিও এখনও চুপ রয়েছেন হিনা। কিন্তু দুই অভিনেত্রীর ভক্ত শিবিড়ে চলছে লড়াই।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি