মামা রণবীরের সঙ্গে খুনসুটিতে সামারা!
প্রকাশিত : ১৩:৫৩, ১১ জুলাই ২০১৮
 
				
					কাপুর পরিবারের অন্যতম সদস্য অভিনেত্রী নীত কাপুরের জন্মদিন বলে কথা। দিনটি উপলক্ষ্যে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা মেতে ছিলেন বিশেষ পার্টিতে। আর সেই পার্টির সবচেয়ে বড় আকর্ষণ ছিল মামা রণবীর কাপুরের সঙ্গে সামারার খুনসুটি। রণবীরের বোন ঋদ্ধিমার একমাত্র মেয়ে সামারা এই পার্টির মধ্যমণি ছিল। আর সেই সত্যি বেরিয়ে এসেছে পার্টির ছবি থেকেই।
নীতু কাপুর এদিন ষাট বছর পার করলেন। আর সেই উপলক্ষ্যে কাপুর পরিবারের নীতু ঘনিষ্ঠরা সকলে মিলে উদযাপন করেন দিনটিকে। প্যারিসে আয়োজিত এক ছোট্ট ফ্যামিলি পার্টিতে একসঙ্গে যোগ দেন নীতুর স্বামী ঋষি, ছেলে রণবীর, মেয়ে ঋদ্ধিমা, শাশুড়ি কৃষ্ণা কাপুর ও ঋদ্ধিমার স্বামী ভরত সাহানি। উপস্থিত ছিল নীতুর নাতনি ছোট্ট সামারাও। প্যারিসের এক রেস্তোরাঁতে এই জন্মদিনের পার্টি উদযাপিত হয়। পার্টির ছবিতেই ধরে পড়েছে এদিন কতটা খুশি ছিল গোটা পরিবার। বিভিন্ন ছবিতে দেখা গেছে ভাগ্নী সামারার সঙ্গে খুনসুটিতে মজে ছিলেন রণবীর।
এদিনের পার্টির ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন ঋদ্ধিমা। মায়ের জন্মদিনের পার্টিতে যোগ দিতে নিজের ব্যস্ত শিডিউল ছেড়ে প্যারিসে উড়ে যান রণবীর কাপুর।
সূত্র : অন ইন্ডিয়া
এসএ/
 
				        
				    






























































