বিকিনিতে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন নুসরাত
প্রকাশিত : ১০:০২, ৯ মে ২০১৮
 
				
					ইনস্টাগ্রামে আগুন ধরিয়ে দিলেন টালিউডের নুসরাত। পিচ গলা শহরে রোদে স্বস্তির সবুজ নয়, বরং গরমে সবুজের নতুন সমীকরণ তৈরি করলেন তিনি।
কিছুদিন আগে শেষ হয়েছে বিরসার ‘ক্রিসক্রস’ শ্যুটিং। ব্যস্ত শিডিউডে হাপিয়ে উঠেছেন তিনি। তাইতো কলকাতার গরম থেকে স্বস্তি পেতে নায়িকা গিয়েছেন ইন্দোনেশিয়ায়। যেখান থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন তিনি।
এই ছবিগুলোর মধ্যেই রয়েছে সেই ছবি। যেখানে সবুজ রঙের বিকিনিতে হট অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিটি নুসরত তুলেছেন বালি-র হিলটন রিসর্টে।
ইনস্টাগ্রাম থেকেই জানা গেছে, চার বান্ধবীর সঙ্গে বালি বেড়াতে গিয়েছেন নুসোত। তবে সেখান থেকে কবে ফিরবেন তা এখনও জানা যায়নি। আপাতত ছুটির আমেজে রয়েছেন তিনি।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/
 
				        
				    






























































