ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

লিভার প্রতিস্থাপনের কাজ শিগগিরই শুরু করবে বিএসএমএমইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ২৯ মে ২০২২

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার প্রতিস্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। এজন্য কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৯ মে) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। উপাচার্যের কার্যালয়ে ভারতের চার সদস্যের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপনের সকল ব্যবস্থাই আছে। করোনার পরবর্তী সময়ে আমাদের এখানে যতদ্রুত সম্ভব লিভার প্রতিস্থাপন কাজ শুরু করা হবে। এজন্য সব কারিগরি বিষয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।

ভারত থেকে আসা চিকিৎসক প্রতিনিধি দল দুদিন অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিজেদের লিভার প্রতিস্থাপনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা ভর্তিকৃত রোগীদের চিকিৎসার বিষয়ে মতামতও দিবেন।

এসময় বিএসএমএমইউ-এর ডিন (নার্সিং অনুষদ) অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি পেনক্রিয়েটিক ও লিভার প্রতিস্থাপন সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মো: নূর-ই- এলাহী, সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, ভারতের পক্ষে হায়দ্রাবাদ এইজি হাসপাতালের পরিচালক এ্যান্ড এইচওডি (লিভার প্রতিস্থাপন) ডা. পি বালাচন্দ্র, পরিচালক (লিভার এনেস্থিয়া) ডা. জিভি প্রেম কুমার, এইআইজি হাসপাতালের ভিপি সান্তোষ কুমার সাহা, এআইজি হাসাপাতালের জেনারেল ম্যানেজার নিলাদ্রী বি শ্যামল উপস্থিত ছিলেন।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি