ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১৪ নভেম্বর ২০২২

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২০৫ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬০ জন। এরমধ্যে ঢাকায় ৪২৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৩৫ জন ভর্তি হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২২২ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৯ হাজার ৩০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ১৬৩ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ১৩৭ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫ হাজার ৮৩০ জন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি