ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

মাঝে মাঝেই মাথাব্যথা? মারাত্মক কোনো রোগ নয়ত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১৮ নভেম্বর ২০১৯

রোদকে এড়িয়ে চললেও দেখা যায় অফিসের ঠান্ডা ঘরে  ঢুকলেই মাথা ধরে যাচ্ছে? চা কফি খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর মাথাব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনও রকম কাজেই মন বসছে না। অতএব ওষুধ খেলেন। কিন্তু প্রতিদিন কি আর এরকম করে চলে? মনে রাখবেন, পেট খালি রাখলেও মাথাব্যথা করে।

কিন্তু এরই সঙ্গে মনে রাখতে হবে মাথাব্যথা বড় কোনও রোগের হাতছানিও হতে পারে। হয়তো সেই রোগের ঈঙ্গিত হিসেবেই মাথাব্যথায় এতটা কষ্ট পাচ্ছেন আপনি।

অপটিক নিউরাইটিস

চোখের পিছনের দিক থেকে মাথাব্যথার রেশ থাকলে আপনার অপটিক নিউরাইটিসের সমস্যা হতে পারে। এতে অপটিক নার্ভ নষ্ট হয়ে যায়। চোখে ঝাপসা দেখা, কখনও কখনও দৃষ্টি হারানো এসব হয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

গ্রেভ'স ডিজিস

অতিসক্রিয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই সমস্যার সূত্রপাত। হরমোন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। এটি বেশি হয় মার্কিন দেশে। এটিও চোখের পিছনে ব্যথা থেকে শুরু হয়।

রক্ত জমাট

মাথায় রক্ত জমাট বাঁধলেও মাথাব্যথা হয়। যদি মাঝে মাঝেই তীব্র ব্যথার শিকার হন তবে কিন্তু শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। এর থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারে। সূত্র: এই সময়

এসি


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি