ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ক্যানসার প্রতিরোধে ৬ ফল

প্রকাশিত : ১৬:০৩, ৩১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:০৫, ৩১ জানুয়ারি ২০১৯

বর্তমানের পৃথিবীর সবচেয়ে মারাত্মক ব্যাধি হল ক্যানসার। কিছু ক্যানসারের চিকিৎসা সম্ভব হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটি প্রতিকারের কোনও উপায় নেই। আর তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভাল। আসুন, জেনে নেওয়া যাক এমন ৬টি ফলের কথা, যেগুলো ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।     

আপেল

এই ফলটি বারোমাসই পাওয়া যায়। এটি ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

কিউয়ি

এই ফলটি যে কোনও বড় ফলের দোকানেই পাওয়া যায়। ক্যানসার প্রতিরোধে এই ফলটি সহায়ক বলে মনে করা হয়।

কমলালেবু

এই ফলটি আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। বিশেষত, শীতকালে। কমলালেবুও অস্থিমজ্জার ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

বেদানা বা ডালিম

এই ফলটিও প্রায় সারা বছরই পাওয়া যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্যানসার প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর।

স্ট্রবেরি

এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। বাজারে এই ফলটি অনায়াসেই পাওয়া যায়। ক্যানসার প্রতিরোধে এই ফলটি সহায়ক বলে মনে করা হয়।

আঙুর

এই ফলটি সারা বছরই পাওয়া যায় আমাদের দেশে। ক্যানসার প্রতিরোধে আঙুর সহায়ক হতে পারে।

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি