ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

ব্র্যাকে সেলস অফিসার পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

ব্র্যাক এন্টারপ্রাইজেস এর আওতায় ব্র্যাক ডেইর এন্ড ফুড প্রজেক্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার/ রিপ্রিজেনটেটিভ পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

 সেলস অফিসার/ রিপ্রিজেনটেটিভ

যোগ্যতা

ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

খ) ভোগ্যপণ্য বিক্রয়ে এক বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৯,১৮২ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এছাড়াও বেতনের অতিরিক্ত সেলস কমিশন, TA/ DA ও মোবাইল বিলের ব্যবস্থা রয়েছে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রাথীরা মোবাইল নম্বর উল্লেখ পূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদনপত্র ও খামের উপর আবেদনকৃত পদের নাম এবং EN-320218 উল্লেখ করতে হবে।

আবেদন করবেন যে ঠিকানায়

ব্র্যাক হিউম্যান রিসোর্স এন্ড লার্নিং ডিভিশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।  

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ, ২০১৮ তারিখ  পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক প্রথম আলো ( ২৩ ফেব্রুয়ারি, ২০১৮)

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি