ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া মাইক্রোবাস চালক মো. নাঈমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মিল্লাত হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।

এরপর গেল মঙ্গলবার রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে জব্দ করা হয় কালো রঙের ১২ সিটের মাইক্রোবাসটি। এ সময় চালক মো. নাঈমকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি চালাচ্ছিলেন। গাড়ির মালিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে মাইক্রোবাসটি মাসিকভিত্তিতে ভাড়া দিয়েছেন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি