ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয়, হাইকোর্টের রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপন্থি উল্লেখ করে তা বাতিল করা হলেও পোষ্য কোটা ও খেলোয়াড় কোটা এখনও আছে। এই দুই কোটাও ‘সংবিধানবিরোধী এবং সুপ্রিম কোর্টের রায় বিরোধী’— উল্লেখ করে তা কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। 

আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলোয়াড় কোটা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে  রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি