ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৮:১২, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ১০ হাজারের বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যাসিস্ট আমলে দায়ের হওয়া এসব মামলার মধ্যে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলিও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১০ হাজার ৫০৬টি মামলা আইনি প্রক্রিয়া শেষে প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে প্রতিটি জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে মামলা নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরকে পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী এসব মামলার কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, রাজনৈতিক হয়রানির মামলাগুলো পর্যালোচনার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে—একটি জেলা পর্যায়ে এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ে। জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার এবং পাবলিক প্রসিকিউটর। মহানগর এলাকার জন্য থাকবে ডেপুটি পুলিশ কমিশনার ও মহানগর পাবলিক প্রসিকিউটর।

জেলা কমিটি যদি মনে করে যে কোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, তাহলে তা প্রত্যাহারের সুপারিশ করবে। এই সুপারিশ, মামলার এজাহার ও অভিযোগপত্রসহ নির্ধারিত ছকে বিস্তারিত তথ্য ৪৫ কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। চাইলে ব্যক্তি পর্যায় থেকেও আবেদন করা যাবে।

এই পদক্ষেপ বিরোধী দলগুলোর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হলেও, সরকার বলছে এটি একটি ন্যায়বিচারমূলক পদক্ষেপ—যার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি