ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

চিফ প্রসিকিউটরের পরামর্শকের দায়িত্ব পালন করছেন না টবি ক্যাডম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৭, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া টবি ক্যাডম্যানের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এই পদে তার এক বছরের চুক্তির মেয়াদ গত নভেম্বরে শেষ হয়েছে এবং চুক্তি আর নবায়ন করা হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। 

ফলে গত ২৬ নভেম্বর থেকেই তিনি আর দায়িত্ব পালন করছেন না। জানা গেছে, ক্যাডম্যান তার সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। 

এদিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের এক ফেসবুক পোস্টেও বিষয়টি উঠে এসেছে। বার্গম্যান তার পোস্টে টোবি ক্যাডম্যানের বক্তব্য যুক্ত করেছেন। সেখানে ক্যাডম্যান জানান, নভেম্বর মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। 

২০২৪ সালের নভেম্বরে লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি