ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ধর্ষণ মামলায় তিন জনের ফাঁসির আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার মামলায় তিনজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভীন এ রায় দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেওয়া হয়।

আসামিরা হলেন, সুজন কুমার দাস, সমীর দে ও যদু ঘোষ। তাদের মধ্যে সুজন ছাড়া বাকি দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি বলেন, বিচারক রায়ের আদেশে তিন আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডও দেন।

মামলার বাদী চন্দনা রানী দাশ গণমাধ্যমকে বলেন, রায়ের আদেশে তারা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে।

উল্লেখ্য যে, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাক শ্রমিক পান্না রানী দাশকে গণধর্ষণ করা হয়। পরে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি