ঢাকা, রবিবার   ২৯ জুন ২০২৫

সুনামগঞ্জে শিশু তুহিনকে হত্যা : বাবা ও চাচার ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১৬ মার্চ ২০২০ | আপডেট: ১৩:২৩, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছর বয়সী শিশু তুহিনকে হত্যার দায়ে বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় তুহিনের চাচাতো ভাইকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা মো. নাছির উদ্দিন। এ ঘটনায় তুহিনের অপর চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুর নাহার বেগম শাহানা রব্বানী বলেন, ‘তুহিনের বাবা আব্দুর বাছির ও চাচা নাছির উদ্দিন তুহিনকে হত্যার কথা স্বীকার করায় আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। তাছাড়া বাকি দুই চাচার সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামে কদম গাছে ঝুলানো তুহিনের গলাকাটা লাশ পাওয়া যায়। এ সময় তুহিনের দুইটি কান ও পুরুষাঙ্গ কাটা এবং পেটে দুটি নাম লেখা ছুরি পাওয়া যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি