ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পিলখানা হত্যা

আপিল শুনানি শুরু এ বছরের শেষে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

পিলখানা হত্যা মামলার আপিল শুনানি এ বছরের শেষে শুরু হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ মামলার শুনানির জন্য তারিখ নির্ধারণ করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে দ্রুত শুনানি করতে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন আসামীপক্ষের আইনজীবী।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। সেদিন বিডিআর জওয়ানরা ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত।

ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২২৮ জনকে। পূর্ণাঙ্গ রায়ের পৃষ্ঠা সংখ্যা ছিলো ২৯ হাজার। উচ্চ ও নিম্ন আদালতের রায় সংযুক্ত করে পূর্ণাঙ্গ একটি আপিলে পৃষ্ঠার সংখ্যা দাঁড়ায় ৫৫ হাজার ৬২৩টি।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে গিয়ে অর্থ সংকটে পড়েন আসামীরা। প্রধান বিচারপতির নির্দেশে পেপারবুক ছাড়া আবেদনের কপি দিয়ে আপিল করেছে ৪৮ জন আসামী।

আসামী পক্ষের আইনজীবী এম আমিনুল ইসলাম জানান, ২০৩ জনের পক্ষে ইতিমধ্যে আপিল এবং লিপ-টু আপিল ফাইল হয়েছে। ওই পেপারবুক ছাড়াই শুধু মেমো দিয়ে অন্যান্যদের পক্ষে আপিল করার একটা সুযোগ প্রধান বিচারপতি মহোদয় প্রশাসনিক আদেশ আমাদেরকে দিয়েছেন।

আপিল বিভাগে এ বছরের শেষে আপিল শুনানি শুরু হতে পারে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আশা করছি যে, স্বাভাবিকভাবে এটা বছরের শেষের দিকে আসতে পারে। তারপরও এর আগেই আমরা যাবো, আদালতের কাছে শুনানির জন্য একটা তারিখ চাইবো।

নিম্ন আদালতে বিষ্ফোরক দ্রব্য মামলাটি বিচারে দীর্ঘসূত্রতায় হত্যা মামলায় খালাস পাওয়া আসামীরা বের হতে পারছেন না বলে জানান আইনজীবী।

আইনজীবী এম আমিনুল ইসলাম জানান, ২২২ জন আসামী এখন পর্যন্ত খালাসপ্রাপ্ত আছেন। শুধুমাত্র তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যের মামলাটি থাকার কারণে তারা বের হতে পারছেন না। 

আসামির সংখ্যা ও ফাঁসির দণ্ড বিবেচনায় পিলখানা হত্যা মামলা আইনের ইতিহাসে সবচেয়ে বড়। 
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি