ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বালিশের নিচে রাখুন পেঁয়াজ, দেখুন কি হয়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২০ জুন ২০১৭ | আপডেট: ১২:১০, ২১ জুন ২০১৭

ঠাণ্ডা লাগা অথবা অনিদ্রার মতো সমস্যায় ভুগছেন? এগুলো দূর করতে পারেন খুব সহজেই! বালিশের নিচে রাখুন পেঁয়াজ, দেখুন কি হয়।

ঠাণ্ডা লেগে নাক বন্ধ হয়ে গেছে? রাতে ঘুমানোর আগে একটি পেঁয়াজ দুই টুকরা করে বালিশের দুই পাশে রেখে ঘুমান। পরদিন সকালেই খুলে যাবে বন্ধ নাক। এছাড়া দৈনন্দিন  জীবনযাপনের আরো কিছুট টিপস দিয়েছে জনপ্রিয় লাইফস্টাইল সংবাদমাধ্যম বোল্ডস্কাই। আসুন জেনে নেই সেগুলো কি।

মশা কামড়ানোর পর চুলকানি হলে সামান্য ডিওডরেন্ট লাগান আক্রান্ত স্থানে। উপকার পাবেন।

রাতে ঘুমানোর আগে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করুন। দূর হবে অনিদ্রার সমস্যা।

কয়েক সেকেন্ড চোখের পলক না ফেললে বন্ধ হবে চোখ থেকে বিরামহীন পানি পড়া। 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি